ব্রাহ্মনবাড়ীয়া থেকে মো:আশিকুর রহমান রনি: ব্রাহ্মনবাড়ীয়া আশুগঞ্জে নদী দূষন ও দখল প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা আনুষ্ঠানের আয়োজন করা হয়। আশুগঞ্জ উপজেলা পরিষধদ মিলনায়তন প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রীকর্যালয়ের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ খলিলুর রহমান, সভাপতি জেলা প্রশাসক মো: হাম্মদ হায়াত উদ দৌলা খান,আশগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:হানিফ মুন্সী,ভৈরব উপজেলা চেয়ারম্যান মো:আলি আক্কাস,সহ আশুগঞ্জ এর সচেতন নাগরিক সদস্যবৃন্দু।