ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা উপজেলা প্রশাসন এর আয়োজনে সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২৪ শে ফেব্রুয়ারি ২০২০ সোমবার বেলা ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াদুদ মাতুব্বর চেয়ারম্যান সালথা উপজেলা পরিষদ, রুপা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান সালথা উপজেলা পরিষদ, মোহাম্মদ আলী জিন্নাহ ভারপ্রাপ্ত কর্মকর্তা সালথা থানা, কৃষ্ণচন্দ্র বর্মন অধ্যক্ষ সালথা সরকারি কলেজ, ফারুকজ্জামান ফকির মিয়া চেয়াম্যান ভাওয়াল ইউনিয়ন পরিষদ এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বক্তারা বলেন বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে, সরকার দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়নে অংশ নিচ্ছে, সরকার প্রদত্ত সকল ভাতা ও কর্মসূচি সকলের মধ্যে সঠিকভাবে বন্টন করতে হবে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলার অবস্থাও ভাল। সবাইকে নিয়ে সুন্দর একটি উপজেলা গঠন করতে হবে।