

দশমিনা প্রতিনিধি: দশমিনা উপজেলা প্রশাসন কতৃক সকাল ১১.০০ ঘটিকার সময় নির্বাহী অফিসারের কনফারেন্স হলে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মহান বিজয় দিবস উৎযাপনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন সামসুরন্নাহার খান ডলি,মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দশমিনা।
এ্যাড.ইকবাল মাহমুদ লিটন,সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ দশমিনা। এস এম জালাল উদ্দিন,অফিসার ইনচার্জ দশমিনা থানা। মোঃজাকির হোসেন ভুট্রু ,সদস্য পটুয়াখালী জোলা পরিষদ। বনি আমিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা দশমিনা ।
মোঃজাহাঙ্গীর আলম ,উপজেলা প্রকৌশলী দশমিনা। শেখ জাহাঙ্গীর কবির,উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা দশমিনা। নুরে আলম ছিদ্দিকি অধ্যক্ষ চরহোসনাবাদ সিনিয়র মাদ্রাসা। দশমিনা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
মোঃবেল্লাল হোসেন দশমিনা উপজেলা প্রতিনিধি।