দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় উৎযাপন করা হয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ইং। “দুর্যোগ ঝুকিহ্রাস পূর্বক প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি”এই শ্লোলগানকে সামনে রেখে র্যালি, মহরা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত র্যালি মহরা ও আলোচনা সভায় উপস্হিত ছিলেন জনাবা,তানিয়া ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার দশমিনা।মোঃজাহাঙ্গীর আলম,উপজেলা প্রকৌশলী দশমিনা ।
শেখ জাহঙ্গীর কবির,উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা দশমিনা । মু.নেছার উদ্দিন,উপজেলা একাডেমিক সুপারভাইজার দশমিনা । এস আই শামিম,দশমিনা থানা। ফাতেমা আলমগীর,সভানেত্রী উপজেল মহিলা আ’লীগ দশমিনা । সবুজ মহাল্লাদার, সভাপতি উপজেলা ছাত্রলীগ দশমিনা । হাসান সেরেনিয়াবাদ,সাধারন সম্পাদক উপজেলা ছাত্রলীগ দশমিনা সহ দশমিনা উপজেলার সিপিপি সদস্য বৃন্দ।