
বিল্লাল হোসেন,পলাশ নরসিংদী: নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশালে জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি-২০২০) বিকেলে ঘোড়াশাল বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ, বিশেষ অতিথি পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহির আলম, ঘোড়াশাল বাজার ও পলাশ বাজারের ব্যবসায়ীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য গত বছরের ৪ নভেম্বর সোমবার দিবাগত রাত ১টা থেকে ৪টা পর্যন্ত ঘোড়াশাল বাজারে ৫টি স্বর্ণের দোকানসহ ১টি চাউলের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ৯০ ভরি স্বর্ণ ২শ’ থেকে ৩শ’ ভরি রুপা ও আনুমানিক ১৫ লক্ষ টাকা লুট করে নদী পথে পালিয়ে যায়। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে আটক করা হয়েছে।