
জিল্লুর রহমান : ১৯৯৯ সালে ১৬ ফেব্রয়ারি বিকেল ৪ টার সময় দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী জনসভায় বক্তব্য চলাকালিন সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলিতে নির্মম ভাবে নিহত হন।
জাতীয় নেতা বীর মক্তিযুদ্ধা সংগঠক, জাতীয় পতাকার রুপকার কাজী আরেফ আহম্মেদ, সহ ৫জন জাসদ নেতাকে। কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক লোকমান হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা তফসের মন্ডল, সমসের মন্ডল এই ৫ জন জাসদ নেতা।
রাজনৈতিক অঙ্গনের কীর্তিমান পুরুষ কাজী আরেফ আহমেদের জন্ম ৮ এপ্রিল ১৯৪২ সালে কুষ্টিয়া জেলার সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে নানা বাড়িতে। তার পৈত্রিক বাড়ি হলো কুষ্টিয়ার মীরপুর উপজেলার খয়েরপুর গ্রামের বিখ্যাত কাজী বাড়ি। বাবা কাজী আবদুল কুদ্দুস আর মা খোদেজা খাতুন। ১০ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ১৯৪৮ সালে বাবার সঙ্গে সপরিবারে চলে আসেন ঢাকায়। আর তারপর পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী টিকাটুলী এলাকায় বসত গড়েন।