বিধান মন্ডল সালথা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এই স্লোগান কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সালথা এর আয়োজনে ৫ ই মার্চ ২০২০ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, উপজেলা তথ্য আপা নীলিমা অধিকারী, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হাবিবুর রহমান হামেদ, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সালথা উপজেলা যুবলীগ এর সহসভাপতি শওকত হোসেন মুকুল, স্থানীয় জনপ্রাতনিধি, গন্যমান্য ব্যাক্তি বর্গ, শিক্ষক, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন। বাংলা নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া শাখায়াত হোসেন যে ভূমিকা রেখেছেন তার সুফল বাংলার নারীরা ভোগ করছে। সব বাধা মোকাবেলা করে নারী কে দেশ ও সমাজ গড়ায় অংশগ্রহন করতে হবে।