আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সমতল আদিবাসীদের মধ্যে তরুণ সংসদ সদস্য জুয়েল আরেং। তিনি হালুয়াঘাট-ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ সংসদীয় আসনের সংসদ সদস্য।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনের নেতারা। যুবলীগের কমিটি ঘোষণার পরপরই হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানান সাংসদ জুয়েল আরেং’কে।
জুয়েল আরেং বলেন, আমাকে বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী ও যুবলীগের সভাপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা যথাযথভাবে পালন করবো।